কলকাতা: করোনা মোকাবিলায় জীবনের বাজি রেখে সাধারণ মানুষের জন্য লড়াই চালিয়ে গেছেন রাজ্যের পুলিশ কর্মীরা। তাদের এই সমর্পণকে স্মরণ রাখতেই ১ সেপ্টেম্বর দিনটিকে পুলিশ দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বছর এই দিনটি পুলিশ দিবস হিসেবে পালন করা হবে।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, করোনা মোকাবিলায় পুলিশ কর্মীদের ভূমিকা অবিস্মরণীয়। পুলিশ কর্মীদের জন্য ওয়েলফেয়ার বোর্ড তৈরি করেছিল বর্তমান সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই বোর্ডটি কাজ শুরু করবে।
প্রসঙ্গত, মহামারীর পরিস্থিতিতে রাজ্য তথা শহর কলকাতায় সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে সক্রিয় ভূমিকায় দেখা গেছে পুলিশকে। কখনো লকডাউন সফল করার জন্য একদিকে যেরকম লাঠি হাতে রাস্তায় নেমেছেন উর্দিধারীরা, তেমনই করোনা আক্রান্তের বাড়িতে সবজি, ওষুধও পৌঁছে দিয়েছেন।