প্রতীকী অবস্থানের ডাক দিল উত্তরবঙ্গ পর্যটন ব্যবসায়ীরা

একাধিক দাবিদাওয়া নিয়ে এবার প্রতীকী অবস্থানের ডাক দিল উত্তরবঙ্গ পর্যটন ব্যবসায়ীরা।পর্যটন ব্যবসায় সঙ্গে যুক্ত সমস্ত মানুষ এদিন শিলিগুড়ি, দার্জিলিং,কালিমপং, চালসা, আলিপুরদুয়ার সমস্ত জায়গায় এক ঘন্টার প্রতিকী অবস্থানে বসছে।উল্লেখ্য কোভিড পরিস্থিতির শুরু থেকেই পর্যটন ব্যবসা একেবারে ভেঙে পড়েছিল। বর্তমানে লকডাউন খোলার পর ধীরে ধীরে পর্যটন ব্যবসা শুরু হলেও একাধিক সমস্যায় জর্জরিত পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত গাড়ি ব্যবসায়ীরা। দীর্ঘ আট নয়মাস ধরে পর্যটন কেন্দ্র এবং এর সঙ্গে যুক্ত গাড়িগুলি বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছিল ড্রাইভার, গাড়ির মালিক সহ পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সমস্ত মানুষ।

আজ সাংবাদিক সম্মেলন ডেকে পর্যটনের সঙ্গে যুক্ত ড্রাইভার এবং গাড়ির মালিকরা তাদের বিভিন্ন দাবিদাওয়া মুখ্যমন্ত্রীর কাছে জানান ।তাদের দাবি করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে গত আর্থিক ছয়মাসের গাড়ির ট্যাক্স মুকুব করতে হবে। তাদের আরো দাবি রাজ্য সরকারের নতুন যানবাহন আইনে যে কর নেওয়ার কথা জানিয়েছে তা যেন পর্যটনের সঙ্গে যুক্ত গাড়ি গুলিতে প্রয়োগ না হয়। কারন প্রায় এক বছরের কাছাকাছি সময় ধরে যেহেতু পর্যটন ব্যবসা একেবারে ক্ষতিতে চলছে তারওপর এই নতুন আইন গাড়ির মালিক এবং কর্মীদের সমস্যায় ফেলবে। তাদের দাবি মুখ্যমন্ত্রী এই সমস্যা সমাধানে উদ্যোগী হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *