প্রতিমন্ত্রীকে আটকে রেখে বিক্ষোভ দেখাল গোয়ালপোখরের বাসিন্দারা । বৃহস্পতিবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী গোয়ালপোখর গেলে সেখানে তাদের ক্ষোভের মুখে পড়েন তিনি ।এমনকি কেন্দ্রীয় মন্ত্রীকে কালো পতাকাও দেখানো হয় ।
যুব তৃণমূল কংগ্রেসের অভিযোগ , সাংসদ হওয়ার পর দেবশ্রী চৌধুরীকে এলাকায় দেখা যায়নি। এলাকার বাসিন্দাদের ভোট নিয়ে সাংসদ হলেও তিনি এই এলাকার জন্য এখন পর্যন্ত কিছু করেননি বলে অভিযোগ । এমনকি লকডাউন এর জন্য অভুক্ত সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াননি তিনি ।
জবাবে দেবশ্রী চৌধুরী জানান, এত বড় একটি লোকসভা, সাত মাস লকডাউন এর পরিস্থিতি না থাকলে তিনি আরো আগেই আসতেন । যদিও রায়গঞ্জে বেশ কিছুদিন থাকলেও তাকে বের হতে দেওয়া হয়নি । পাশাপাশি দেশের মন্ত্রী হওয়ার জন্য তাকে গোটা দেশেই বিভিন্ন কাজে ছুটে বেড়াতে হয় । ফলে এখানে খুব কম সময়ের জন্যই তিনি আসেন ।পাশাপাশি ওই এলাকায় পঞ্চায়েতে যারা কাজ পায়নি বলে তিনি শুনতে পেলেন তার জন্য রাজ্য সরকারের ব্যার্থতাকেই দায়ী করলেন তিনি।