প্রতিবন্ধী পাত্রপাত্রীর বিয়েকে ঘিরে জমজমাট আনন্দ

ভাব প্রকাশ করতে না পারলে কি আছে, মনের মিলটায় আসল।আর এই মনের মিলে জীবনসঙ্গী খুঁজে নিল জলপাইগুড়ির অসীম। পাত্র পাত্রী দুজনেই তারা কথা বলতে পারেন না। কানেও শুনতে পান না তারা। এমনই এক কঠিন পরিস্থিতির মধ‍্য দিয়ে চলছিল অসীম পণ্ডিত ও ভগবতী সরকারের জীবন। যদিও প্রথম দেখাতেই একে অপরের প্রেমে মগ্ন হন অসীম ও ভগবতী। শেষে মূক ও বধির এই দুই তরুণ তরুণী সাতপাকেও বাঁধা পড়লেন।

জলপাইগুড়ি শহর লাগোয়া পাতকাটা কলোনির বাসিন্দা অসীম। একটি শপিং মলে কাজ করেন তিনি। তাঁর বাবার একটি চায়ের দোকান রয়েছে। অন‍্যদিকে ভগবতীর বাড়ি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের পশ্চিম ঝাড়বেলতলি গ্রামে। তাদের এই বিয়ের জন্য অনেকেই সহযোগিতা‌র হাত বাড়িয়ে দিয়েছে‌ন।এই দুই তরুণ তরুণীর মাঙ্গলিক অনুষ্ঠানে এসেছিলেন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত প্রধান অনিতা রাউত সহ বিশিষ্টজনেরা। সবমিলিয়ে এই বিয়েকে ঘিরে পাতকাটা কলোনিতে ছিল খুশির হাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *