শান্তিনিকেতনে পৌষ মেলার মাঠে পাঁচিল তোলা এবং তা ভেঙে ফেলার ঘটনা নিয়ে গত মাসে তোলপাড় কাণ্ড বেঁধে গিয়েছিল বিশ্বভারতীতে। এই শান্তিনিকেতনের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী চেয়ে এর আগে আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বুধবার রাজ্যসভায় একই দাবি তুলল বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। বিশ্বভারতীর পাঁচিল নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে ওঠে।
তিনি বলেন, সমাজবিরোধী ও দুষ্কৃতীরা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে অশান্তি তৈরি করছে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন তথা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। সুতরাং এক, বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষা কর্মী এবং হেরিটেজ ভবনগুলির নিরাপত্তার জন্য সেখানে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হোক। দুই, পৌষ মেলার দায়িত্ব নিক কেন্দ্রীয় সরকার।