পিতৃপক্ষ শেষ, ঢাকে কাঠি পড়ে গিয়েছে । আর মাত্র কয়েকদিন বাদে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজা। যদিও এবার কোভিড পরিস্থিতিতে পুজো কেমন কাটবে বা কতটা জাঁকজমক পূর্নভাবে হবে সেবিষয়ে সন্দিহান থাকলেও পুজো যে হবে তার আগাম পূর্বাভাস পাওয়া গিয়েছিল । আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মিটিংয়ে ক্লাবগুলির সঙ্গে মিটিংয়ে অংশগ্রহণ করেন ।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবার কোভিড স্বাস্থ্যবিধি মেনে পুজো হবে। ক্লাবগুলিকে এরজন্য প্ৰয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে । প্রতিটি মন্ডপে এবার পুলিশ কর্মীর সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । প্রতিবারের মতো এবারও ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেবে রাজ্যসরকার । এদিন বৈঠক শুরুর আগে মমতা ব্যানার্জি ব্রাহ্মণদের পুরোহিত ভাতাও তুলে দেন । এর পাশাপাশি দলিত সাহিত্য একাডেমি , ইসলামিয়া হাসপাতাল, রাজ্যের হিন্দি ভাষা একাডেমিকেও অনুদান স্বরূপ কর্তাদের হাতে কয়েক কোটি টাকা তুলে দেন ।