শারদোৎসবে সমস্ত পুজোগুলিকে প্রতিবছর ১০ হাজার টাকা করে অনুদানে দিত রাজ্য সরকার। এবার সেটাকেই পাঁচ গুণ কমিটিকে ৫০,০০০ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একথা ঘোষণার সঙ্গে তিনি জানান দমকল, কর্পোরেশন ও অন্যান্য কর দিতে হবে না কমিটিগুলিকে। পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ খরচের ৫০ শতাংশ দিতে হবে বলে জানিয়েছেন তিনি।