তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে পাহাড়ে উঠতেই নিজের প্রভাব ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিমল গুরুং। এদিন তরাইয়ের দাগাপুরে এক দলীয় কর্মীসভায় যোগ দিয়ে ফের একবার বিজেপির বিরূদ্ধে বিষেদগার উগড়ে দিলেন একদা পাহাড়ের দোর্দন্ডপ্রতাপ নেতা বিমল গুরুং। তিনি জানান পাহাড়ে বিজেপির বিরুদ্ধে লড়তে বিনয় তামাং এর সঙ্গে মধ্যস্থতা করতে রাজ্যের তরফে বিমল গুরুংয়ের কাছে প্রস্তাব এলেও সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন বলে । শিলিগুড়ির দাগাপুরে এদিন এক কর্মিসভা শেষে সাংবাদিকদের একথা জানান গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং।তিনি আরও জানান,পাহাড়ে তৃনমূলকে জয়ী করতে একাই সক্ষম। সেখানে বিনয় বা অনীতের প্রয়োজন নেই। তবে এখন তিনি ব্যাস্ত রয়েছেন ডুয়ার্সে। ডুয়ার্সের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে প্রচার চালাচ্ছেন। সেখানে নিজেদের মধ্যে বেশ কয়েকটি গোষ্ঠী থাকায় কাজ করতে গিয়ে সমস্যা তৈরী হচ্ছে।তবে সেই সমস্যার দ্রুত সমাধান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।