শিলিগুড়ির পর এবার পাহাড়েও পোস্টার পড়ল তৃণমূলের দাদার । আমরা সবাই গর্বিত , আমরা দাদার সমর্থক লেখায় তৃণমূলের বিক্ষুব্ধ নেতা তথা মন্ত্রী শুভেন্দু অধিকারীর নামে পোস্টার পরে। কিন্তু পোস্টারে তৃণমূলের কোনো প্রতীক চিহ্ন ছিল না। শুভেন্দুর নামে পাহাড়ে পোস্টার পড়াতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।শিলিগুড়ি এবং অন্যান্য শহরে কিছু দিন আগে এ জাতীয় পোস্টার দেখা গেছে। এখন শুক্রবার দার্জিলিং পাহাড়ে তাঁর ছবি সহ পোস্টার দেখা গেছে।
সম্প্রতি তাঁর জনসভায়, দলের সাইন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া পোস্টার নিয়ে রাজ্যের রাজনীতিতে আলোড়ন উঠেছে। তাঁর নামের পোস্টারগুলি বিভিন্ন শহরে বিভিন্ন সময়ে হাজির হচ্ছে। যার কোনটিতেই দলের নাম বা প্রতীক নেই বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও নেই. যা নিয়ে আলোচনার বাজার উত্তপ্ত। তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন বলেও জল্পনা ।