পশ্চিমবঙ্গের কনটেইনমেন্ট জোনগুলিতে ফের ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা। বুধবার নবান্নে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা বলেন, ‘কিছু কিছু এলাকায় সংক্রমণ বেড়েছে। তাই কনটেনমেন্ট জোনে ফের লকডাউন চালু করতে হচ্ছে। আপাতত সাত দিন লকডাউন থাকবে। তার পর পরিস্থিতি বিবেচনা করে দেখবে সরকার।’ মমতা জানিয়েছেন, যে সব এলাকায় সংক্রমণ ছড়িয়েছে, সেগুলিকে পকেট হিসাবে চিহ্নিত করে সিল করবে প্রশাসন।
মুখ্যমন্ত্রী জানান, কনটেনমেন্ট জোনের বাসিন্দাদের ৭ দিন লকডাউনের সমস্ত নিয়ম মেনে চলতে হবে। বড় দোকান বা শপিং মল বন্ধ থাকলেও ছোট দোকান খুলবে। তবে সব সময় মানতে হবে দূরত্ববিধি। কনটেনমেন্ট জোনের বাসিন্দাদের অফিসের কাজ করতে হবে বাড়িতে বসেই।