রোগ থেকে মুক্তি নেই। মেডিক্যাল কলেজের একজন সহকারী সুপারের পর পর দুইবার করোনায় সংক্রমিত হয়েছেন। ওই সহকারি সুপার ওবং তার এক সহকর্মী সুপার – দুইজনেই বেশ কিছু দিন আগে থেকে করোনায় আক্রান্তে হন। চিকিৎসাধীনে থাকার পর সাতদিনের মধ্যে নতুন করে কোনও উপসর্গ দেখা না দিলে দুইজনকে নিভৃতবাসে থাকার পরামর্শ দেওয়া হয়।
এরপর নমুনা পরীক্ষার জন্য দেওয়া ফলাফল নেতিবাচক আসে। কিন্তু ৭ দিন পেরিয়ে যেতেই ডায়রিয়া, কাশি শুরু হয়। ফের পরীক্ষা করায় করোনার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে উনি নিভৃতবাসে রয়েছেন। দ্বিতীয়বার সংক্রমিত হওয়ার কারণ খোঁজার জন্য বিশেষজ্ঞ চিকিৎসাকেরা অনুসন্ধানের কাজ শুরু করেছেন।