পয়লা অক্টোবর থেকে বদলে যাচ্ছে ডেবিড কার্ডের ব্যবহারের নিয়ম

পয়লা অক্টোবর থেকে বদলে যাচ্ছে ডেবিড কার্ডের ব্যবহারের নিয়ম। বর্তমান কোভিড আবহে অনলাইন ট্যান্সফারে বেশকিছু রদ-বদলের সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭-এর ১০(২) ধারায় এই নির্দেশিকাগুলি ইস্যু করা হয়েছে, জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

রিজার্ভ ব্যাঙ্কের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ মার্চ থেকে নতুন কার্ড বা নতুন করে ইস্যু করা কার্ডগুলি শুধুমাত্র ভারতের এটিএম এবং পয়েন্ট অব সেলে (পিওএস) ব্যবহারের সুবিধা চালু থাকবে। তথ্য শেয়ার করা যাবে না অন্যদের সঙ্গে। এ ক্ষেত্রে কোনও গ্রাহক যদি অনলাইনে (দেশে-বিদেশে), বিদেশে উপস্থিত থেকে এবং কনট্যাক্টলেস (না-ছুঁইয়ে) ব্যবস্থায় ওই কার্ড ব্যবহার করতে চাইলে ব্যাঙ্কের কাছে আলাদা করে আবেদন করতে হবে। কাল থেকে নতুন কার্ডের ক্ষেত্রে এই নিয়ম চালু হচ্ছে। পুরনো কার্ড যাঁদের আছে, তাঁরা চাইলে এই পরিষেবা নিতে পারেন, আবার না-ও নিতে পারেন। এতদিন এই পরিষেবাগুলি পাওয়ার জন্য আলাদাভাবে আবেদন জানাতে হত না। কিন্তু এবার থেকে আলাদা করে আবেদন জানাতে হবে। যদি পুরনো ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনও ব্যক্তি এখনও পর্যন্ত অনলাইনে লেনদেন, কনট্যাক্টলেস ট্রানজাকশন বা আন্তর্জাতিক লেনদেন না করে থাকেন, তাহলে কাল থেকে সেই পরিষেবাগুলি ব্যবহারের সুযোগ আর থাকবে না। রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে, সপ্তাহের সাত দিন এবং ২৪ ঘণ্টাই গ্রাহকদের মোবাইল ব্যাঙ্কিং ও নেট ব্যাঙ্কিং সংক্রান্ত পরিষেবাগুলি বেছে নেওয়ার সুযোগ দিতে হবে। গ্রাহকরা কার্ডের পরিষেবা সংক্রান্ত কোনও বদল করলে তাঁদের এসএমএস মারফত বার্তা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *