করোনা আবহে নয়া ইতিহাস গড়ছে কলকাতা। করোনা আর আমফানের জোড়াফলায় বিদ্ধ কলকাতার ঐতিহাসির ট্রাম রুটগুলি। ছ’টি রুটের মধ্যে আপাতত চারটি রুটে ট্রাম চলাচল শুরু করেছে। দেশে এই প্রথম মহানগরেই তৈরি হচ্ছে ট্রাম লাইব্রেরি। উদ্বোধনের প্রথম সপ্তাহে ট্রামের যাত্রীরা টিকিট কিনলেই পাবেন পেনও।
২৪ সেপ্টেম্বর, শুক্রবার থেকে শ্যামবাজার-এসপ্ল্যানেড রুটও চালু হচ্ছে। ট্রামের যাত্রা পথেই মিলবে বই পড়ার সুযোগ। ট্রামের ভিতরেই সাজানো থাকবে নানা ধরণের বই। শুধুমাত্র ছাপার অক্ষর নয়, যাত্রীরা অনলাইনেও বই পড়তে পারবেন। ট্রামেই থাকছে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা। এক নয়া অধ্যায়ের সূচনা করতে চলেছে কলকাতার ট্রাম।