নৈহাটি কলেজে ভর্তিতে লাগবে মাত্র ১ টাকা !

করোনা পরিস্থিতিতে যুগান্তকারী সিদ্ধান্ত নিল কলেজ। বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনা করে নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ ছাত্রছাত্রীদের মাত্র একটাকায় ভর্তি সিদ্ধান্ত নিয়েছে।ফর্মের দামও রাখা হয়েছে মাত্র ৬০ টাকা যাতে ছাত্রছাত্রীদের ফর্ম ফিলাপ করতে কোনো অসুবিধা না হয় । করোনা পরিস্থিতিতে বহু পরিবার আর্থিক সমস্যায় জর্জরিত। সে সব কথা ভেবেই এই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। এতে উপকৃত হবে প্রায় ২৪০০ ছাত্রছাত্রী।৭৩ বছর পুরনো নৈহাটির এই জনপ্রিয় কলেজে ভর্তি প্রক্রিয়া সোমবার থেকে শুরু হয়েছে। কলেজে রয়েছে বিএ, বিএসসি, বিকম ।

কলেজের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বছর বাংলা অনার্স, বিকম অনার্স, অঙ্ক অনার্স ও সাংবাদিকতা অনার্সে ভর্তির ফি ছিল যথাক্রমে ৩৩৩৫ টাকা, ৩৯৪০ টাকা, ৩৮৩০ টাকা ও ১১০৩৫ টাকা। এ বছর এই সব বিষয়ের ক্ষেত্রে মাত্র ১ টাকা দিয়ে কলেজে ভর্তি হওয়া যাবে।কলেজের অধ্যক্ষ ড.‌ সঞ্জীব সাহা জানান, কলেজের পরিচালন সমিতির সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তি ফি ১ টাকা করার ফলে যাবতীয় খরচ কলেজের তহবিল থেকে করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *