নিসান ম্যাগনাইটের জ্বালানি-সাশ্রয়ী ইঞ্জিন

শক্তিশালী, ‘মেড ইন ইন্ডিয়া’ ও জ্বালানি-সাশ্রয়ী (২০কিমি/লিটার) ইঞ্জিন ‘এইচআরএ০ ১.০-লিটার টার্বো’ সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছে অল-নিউ নিসান ম্যাগনাইট। অল-নিউ নিসান ম্যাগনাইট স্বাভাবিক বি৪ডি পেট্রোল ইঞ্জিনেও পাওয়া যাবে। এইচআরএ০ টার্বো ইঞ্জিন পাওয়া যাচ্ছে এই এসইউভি-র ম্যানুয়াল ৫-স্পীড ও এক্সট্রনিক সিভিটি গিয়ারবক্স ভেরিয়েন্টে। নিসানের সিগনেচার ক্রুজ কন্ট্রোল ও চওড়া গিয়ার রেঞ্জের জন্য নিসান ম্যাগনাইট শহরের ব্যস্ততম রাস্তাতেও সহজে চলাচল করতে পারে। নিসান জিটি-আর’য়ের মতো বিশ্বমানের স্পোর্টস কারের টেকনোলজি সমৃদ্ধ এইচআরএ০ টার্বো ইঞ্জিন রেজিস্ট্যান্স কমায় ভিতর থেকে, ওজন কমায়, হিট ম্যানেজমেন্ট ও কম্বাশন উন্নত করে, ফলে স্মুথ অ্যাক্সিলারেশন ও এফিসিয়েন্ট ফুয়েল ইউজ সম্ভব হয়। জ্বালানি সাশ্রয়ের জন্য এই ইঞ্জিনে ছয়টি প্রযুক্তিগত উন্নতি ঘটান হয়েছে, যার ফলে কার্বন ডাইঅক্সাইড নির্গমণ হ্রাস হয়। এই ইঞ্জিন অন্যান্য ইঞ্জিনের থেকে ৫০ শতাংশ বেশি অ্যাক্সিলারেশন প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *