প্রতিদিন ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে মারণ করোনা। এই মুহূর্তে দেশজুড়ে যা করোনা পরিস্থিতি, তাতে ভয়ঙ্কর, উদ্বেগজনক ইত্যাদি কোনও বিশেষণই যথেষ্ট নয়। প্রতিদিন নতুন রেকর্ড সৃষ্টি করছে মারণ করোনা। বাংলাতেও ভোটের মরশুমে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ।এই পরিস্থিতিতে যারা বিভিন্ন সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত তাঁরাও যাতে করোনা আক্রান্ত হয়ে না পড়েন, সেজন্য এবার সব কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভ্যাকসিন দিতে চায় কেন্দ্র।
আগামী ১ মে থেকে সব কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের করোনার টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কেন্দ্রের তরফে নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ভ্যাকসিন নেওয়ার পরও যাবতীয় কোভিড বিধি মেনে চলতে হবে সরকারি কর্মচারীদের।