ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা (নিট-ইউজি) অনলাইনে নেওয়া হবে না নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তাই বন্দে ভারত বিমানে করে বিদেশে আটকে পড়া পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনতে হবে।
সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা (জয়েন্ট-মেইন) এবং ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা (নিট-ইউজি) পিছোনোর আর্জি আগেই খারিজ করেছে সুপ্রিম কোর্ট। পরীক্ষা হবে নির্ধারিত দিনেই অর্থাৎ ১৩ সেপ্টেম্বর। সর্বোচ্চ আদালতে বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ স্পষ্ট বলেছে, পরীক্ষার অ্যাডমিট কার্ড চলে এসেছে, তাই পরীক্ষা পিছোনোর প্রশ্নই নেই। বিদেশে বিশেষত মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যে পড়ুয়ারা এখনও আটকে রয়েছেন তাঁদের খুব দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে। কারণ ১৪ দিনের কোয়ারেন্টাইন কাটিয়েই পরীক্ষায় বসতে হবে তাঁদের।
পরীক্ষা পিছোলে ছাত্রছাত্রীদের একটা গোটা বছর নষ্ট হয়ে যাবে। যার খারাপ প্রভাব পড়বে তাদের কেরিয়ারে। সেই কথা মাথায় রেখেই এই দুই পরীক্ষা পিছোনোর আর্জি খরিজ করে দিয়েছেন তাঁরা।