নিট পরীক্ষার্থীদের জন্যই কলকাতা মেট্রো চালু হল

সাড়ে পাঁচ মাস পরে প্রথম কলকাতা মেট্রো চালু হল কেবল নিট পরীক্ষার্থীদের জন্যই। রবিবারের এই বিশেষ মেট্রো পরিষেবা একরকম অ্যাসিড টেস্ট ছিল। করোনা আবহে সমস্ত রকম বিধি মেনে, সকাল ১০টা থেকে নোয়াপাড়া এবং কবি সুভাষ স্টেশন থেকে মেট্রো পরিষেবা চালু হয়। মেট্রো কর্তৃপক্ষ সূত্রের খবর, রবিবার রাত আটটা পর্যন্ত মোট ১৬৪৮ জন যাত্রী মেট্রোয় চড়েছেন। এর ফলে মোট ৬৮ হাজার ৬৬০ টাকা রোজগার করেছে মেট্রো।

অবশেষে ১৪ সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে কলকাতায় জনসাধারণের শুরু হতে চলেছে মেট্রো পরিষেবা। অবশ্যই সবরকম নিয়ম মেনে, মোবাইলে অ্যাপ থেকে টিকিট বুক করে, তবেই মেট্রো স্টেশনে ঢুকতে পারবেন যাত্রীরা। থার্মাল চেকিংয়ের পরেই সবাইকে মেট্রো স্টেশনের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়। প্রতিটি কামরার ভিতরে ছিল পুলিশ। প্রতিটি ট্রেন চলে যাওয়ার পরে পরবর্তী ট্রেন আসার আগে চলে প্ল্যাটফর্ম জীবাণুমুক্ত করার প্রক্রিয়া। প্রতিটি ট্রেনকে যাত্রার শেষ একবার করে জীবাণুমুক্ত করা হচ্ছে বলেও জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *