এবারে ডেবরার সাংসদদপ্তর আইসোলেশন ক্যাম্পে পরিণত করে ফেললেন দেব। বহু মানুষ আছেন যাদের একটা ঘরেই জীবন যাপন করতে হয়। সে ক্ষেত্রে করোনা আক্রান্তকে এখানে যাতে আইসোলেশনে রেখে চিকিৎসা করানো যেতে পারে এবং সংক্রমণ যাতে পরিবারের অন্য সদস্যদের মধ্যে ছড়িয়ে না পরে সেই কারণেই নিজের অফিস ব্যবহার করলেন সাংসদ। এখানে মোট ছটি বেডের ব্যবস্থা রয়েছে । সব রকমের মেডিকেল ইকুইপমেন্ট, ওষুধ বা ডাক্তারের ব্যবস্থাও পাওয়া যাবে এই আইসোলেশন সেন্টারে। দেবের দেওয়া অ্যাম্বুলেন্সও ভীষণ ভাবেই কাজে লাগছে এই সাংঘাতিক পরিস্থিতিতে।