ভারতের বাজারে পোকো নিয়ে এল নতুন স্মার্টফোন – পোকো সি-থ্রি (POCO C3)। ১০ হাজার টাকার নীচের সেগমেন্টের এই ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট-আপ, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও আরও অনেক সুবিধা। পোকো সি-থ্রি পাওয়া যাবে ৩/৩২ জিবি ও ৪/৬৪ জিবি ভেরিয়েন্টে এবং আর্ক্টিক ব্লু, লাইম গ্রিন ও ম্যাট ব্ল্যাক কলারে। পোকো সি-থ্রি ফোনে থাকছে এআই ট্রিপল ক্যামেরা সেট-আপ, যার মধ্যে আছে ১৩ এমপি প্রাইমারি সেন্সর, ২ এমপি ম্যাক্রো সেন্সর ও ২ জিবি ডেপথ সেন্সর। পোকো সি-থ্রি’র শক্তি জোগায় মিডিয়া-টেক হেলিও জি৩৫ ৮-কোর প্রসেসর। এছাড়াও রয়েছে ১৬.৫৮ সেমি (৬.৫৩) এইচডি+ ডিসপ্লে, যার রেজোলিউশন ১৬০০X৭২০। ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ চলাকালীন এই স্মার্টফোনটি পাওয়া যাবে প্রারম্ভিক মূল্য ৭৪৯৯ টাকা (৩/৩২ জিবি) ও ৮৯৯৯ টাকায় (৪/৬৪ জিবি)।