নতুন বছরের শুরুতে চালু হতে পারে নয়া মাঝেরহাট সেতু

কলকাতা : আশা করা হয়েছিল মাঝেরহাট সেতুর কাজ পুজোর আগেই শেষ করে দেওয়া হবে। একমাস আগে থেকেই দ্রুত গতিতে চলছে নয়া মাঝেরহাট সেতু তৈরির কাজ। তবে পুজোর আগে চালু হচ্ছে না মাঝেরহাট সেতু। সূত্রের খবর, এই কাজ শেষ করতে প্রায় আড়াই মাস মতন সময় লাগবে এখনও। তবে রাজ্যের লক্ষ্য নতুন বছরের শুরুতেই চালু করে দেওয়া হবে।

লকডাউন পরিস্থিতিতে সেতুর কাজ করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয়েছে রাজ্যের পূর্ত দফতরকে। নয়া মাঝেরহাট সেতু অনেকটাই দেখতে দ্বিতীয় হুগলি সেতুর মতো। নয়া মাঝেরহাট সেতুর পিলার বা পাইলন অনেক উচুঁ। যা যুক্ত থাকবে কেবল মারফত গার্ডার বা ডেক মারফত। এই সেতুর নকশা এমন ভাবে করা হয়েছে যাতে ৩৬০ টন ওজনের গাড়ি চলাচল করতে পারে। মাঝেরহাট সেতু চালু হয়ে গেলে ভোগান্তি কমবে বেহালা বাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *