মালদা জেলার যানজটের সমস্যার সমাধানে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে মালদা জেলার পুলিশ প্রশাসন। জানা গেছে এদিন মালদায় নতুন পুলিশ সুপার অফিস ভবনের উদ্বোধন করতে এসে একথা বলেন উত্তরবঙ্গের আইজি বিশাল গর্গ। মঙ্গলবার দুপুর ১২ টায় মালদা শহরের ফুড পার্ক সংলগ্ন এলাকায় পুলিশ সুপার অফিসের নতুন ভবনের উদ্বোধন করেন উত্তরবঙ্গের আইজি বিশাল গর্গ। তাঁর সঙ্গে ছিলেন মালদা রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়াল, জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া , জেলাশাসক রাজর্ষি মিত্র সহ বিভিন্ন পুলিশ আধিকারিকেরা। এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন বিধায়ক নিহার ঘোষ, প্রাক্তন দুই মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী , সাবিত্রী মিত্র মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় মন্ডল প্রমুখ।
এদিন পুলিশ সুপার অফিস ভবনের ফিতে কেটে উদ্বোধনেরপর বিভিন্ন অফিস রুম ঘুরে দেখেন উত্তরবঙ্গের পদস্থ ওই পুলিশকর্তা।বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ১৯৩২ সাল থেকেই মালদা শহরের আদালত চত্বর এলাকায় ছিল। জেলার পুলিশ সুপার অফিস কিন্তু সেখানে জায়গার অভাবে পদস্থ পুলিশকর্তাদের গাড়ি রাখার একটা সমস্যা ছিল। এমনকি বিভিন্ন রেঞ্জের অফিসারদের বসার ঘরের অভাব ছিলো। কিছু পরিকাঠামোগত সমস্যা ছিল । এই পরিস্থিতিতে পুলিশ অফিসের কাজকর্ম সমস্যা হচ্ছিল। সেদিকে লক্ষ্য রেখে নতুন পুলিশ সুপার অফিস ভবনের তৈরি করা হয়েছে।