নজির সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী

কলকাতা: একুশের নির্বাচনের আগে বৃহস্পতিবার নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযয়ের৷ স্বাস্থ্য বিমা প্রকল্পের অধীনে না থাকলে রাজ্যের স্বাস্থ্য-সাথী প্রকল্পের সুবিধা পাবেন প্রত্যেক রাজ্যবাসী। রাজ্যের প্রতিটি পরিবারকেই স্বাস্থ্য সাথীর স্মার্ট কার্ড দেওয়া হবে৷ রাজ্যের সব পরিবারকে স্বাস্থ্য সাথী প্রকল্পের অন্তর্ভুক্ত করা হচ্ছে৷ আগামী ১ ডিসেম্বর থেকে এই ঘোষণা কার্যকর করা হবে৷ পরিবারের প্রধান মহিলা সদস্যের নামে এই স্মার্টকার্ড দেওয়া হবে৷

রাজ্যের প্রায় সব স্তর পর্যন্ত মানুষের হাতে স্বাস্থ্য-পরিষেবার মসৃণ পথ তুলে দিতে চায় সরকার। স্বাস্থ্য সাথীর স্মার্ট কার্ড দেখালে বেসরকারি হাসপাতালেও ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে৷ প্রতি বছর পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাওয়া যাবে এই প্রকল্পে৷ সরকারি হাসপাতালে তো বিনা পয়সাতেই চিকিৎসা হয়, বেসরকারি হাসপাতালেও বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পাওয়া যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *