মঙ্গলবার সিবিআই দফতরে হাজিরা দিলেন রাজ্যের ডিরেক্টর অব সিকিউরিটি জ্ঞানবন্ত সিং। এদিন কয়লা পাচার কাণ্ডে কাকভোরে নিজাম প্যালেসে হাজিরা দেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিনভর নানান প্রশাসনিক কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণেই সকাল সকাল সিবিআই দফতরে হাজিরা দিতে চান তিনি। তদন্তকারী দল তাতে সম্মতি দিয়েছিলেন। তবে সিবিআই দফতরে এত সকাল সকাল কারোর হাজিরা দেওয়ার ঘটনা নজিরবিহীন। সেই সময় দপ্তরে শীর্ষ সিবিআই আধিকারিকরা উপস্থিত না থাকায় বিশেষ জেরা করা হয়নি তাঁকে। ফলে তাঁর জমা দেওয়া নথি খতিয়ে দেখে ফের সমন পাঠাতে পারে সিবিআই বলে খবর। এদিন প্রায় দু’ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তিনি বেরিয়ে যান। সম্প্রতি কয়লা পাচারে একাধিক পুলিশ আধিকারিকদের জিজ্ঞাসাবাদে তাঁর নাম উঠে আসে বলে সূত্রের দাবি। বিষয়টি স্পষ্ট করতে তাঁকে ডেকে পাঠিয়েছে সিবিআই।