ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ নিম্নমুখী সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

করোনার দ্বিতীয় ঢেউয়ের ঝাপটা সামলে ধীরে ধীরে সুস্থ হচ্ছে ভারত। দেশে কোথাও লকডাউন, কোথাও আংশিক লকডাউন, কোথাও জারি কড়া বিধিনিষেধ। এসবের প্রভাবে ৭৫ দিন পর দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত ৬০ হাজার ৪৭১ জন। আত্মশাসন এবং টিকাকরণের ফল পাচ্ছে দেশবাসী। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লক্ষ ৭০ হাজার ৮৮১। শুধু সংক্রমণ কমাই নয়, পাল্লা দিয়ে কমেছে দেশে দৈনিক মৃত্যুর হারও। মৃত্যু হয়েছে ২,৭২৬ জনের। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৭৭ হাজার ৩১ জনের। এর পাশাপাশি কমেছে অ্যাকটিভ কেসও। একদিনে সুস্থতার সংখ্যা ১ লক্ষ ১৭ হাজার ৫২৫।

সার্বিক দিক থেকে বিচার করলে, ক্রমশ নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে মারণ করোনা। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, ২৫ কোটি ৯০ লক্ষ ৪৪ হাজার ৭২ জনের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। এদিকে, দৈনিক সংক্রমণ নিম্নমুখী হলেও করোনায় তৃতীয় ঢেউ আছড়ে পড়ায় আশঙ্কায় বহু রাজ্য এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *