ধীরে ধীরে কম হচ্ছে সংক্রমনের সংখ্যা

সংকটময় দিনে একটু আশার আলো। একটু যেন নিম্নমুখী হল করোনা গ্রাফ। স্বস্তি দিয়ে দেশে কমল দৈনিক সংক্রমণ-মৃত্যু। করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রতিদিন একটু একটু করে আশা দেখা যাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন। গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম সংক্রমণ। দৈনিক মৃত্যুও পর পর তিন দিন ৪ হাজার থাকার পর শনিবার একটু কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৯০ জনের। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার ৯০৭।

মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশে, ছত্তীসগঢ়, গুজরাত, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ হয়েছে আগের তুলনায় অনেকটা কম। এর জেরে দেশের দৈনিক সংক্রমণও কমেছে। তবে এই রাজ্যগুলিতে কমলেও অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক, কেরল, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা প্রায় একই আছে। এদিকে একদিনে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৩ হাজার ২৯৯ জন। এই সংখ্যা দৈনিক আক্রান্তের সংখ্যার থেকে বেশি। যা অবশ্যই স্বস্তির খবর।

এদিকে, করোনার দ্বিতীয় ধাক্কা সামলে এখন তৃতীয় ঢেউয়ের মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে দেশ। জানা গিয়েছে যে, শনিবার, অর্থাৎ আজই দেশের কোভিড পরিস্থিতি নিয়ে ফের একবার ভারচুয়াল বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিভিন্ন রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে চান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *