দ্বিতীয় সেবক সেতুর দাবিতে ফের আন্দোলনে নামবে ডুয়ার্স ফোরাম

সেবকে দ্বিতীয় সেতুর দাবিতে ফের আন্দোলনে নামছে ডুয়ার্স ফোরাম । আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন ফোরামের সভাপতি চন্দন রায় । দ্বিতীয় সেবক সেতু নির্মাণে গত আট নয় বছর ধরে দাবি জানিয়ে আসছে ডুয়ার্সবাসী । পথে নেমে আন্দোলনও করেছে। কিন্তু কাজ হয়নি। তাই আবার নতুন করে আন্দোলনের যাওয়ার কথা ভাবছে ডুয়ার্সবাসী ।

শিলিগুড়ি থেকে ডুয়ার্সগামী রাস্তায় একমাত্র মাধ্যম শতাব্দী প্রাচীন সেবকের করোনেশন ব্রিজ দীর্ঘদিন বেহাল । গত ২০১১ সালের ভূমিকম্পে ব্রিজের একাংশ ক্ষতিগ্রস্ত হয় । সেইসময় থেকে ভারী যানবাহনে নিষেধাজ্ঞা করেছে প্রশাসন । ভারী গাড়িগুলিকে ঘুরপথে শিলিগুড়ি নিয়ে আসা হয় এতে ক্ষতি হচ্ছে ডুয়ার্সের ব্যবসা । সমীক্ষা চালিয়ে নতুন আরেকটি সেতু নির্মাণের পরামর্শও দেয় পর্যবেক্ষকের দল । কিন্তু এর পরেও কয়েকবছর কেটে গেলেও কোনো কাজ হয়নি । এদিকে সেবকের পাহাড়ি রাস্তায় ধ্বসে ঝুঁকিপূর্ন ভাবে শিলিগুড়ি থেকে ডুয়ার্স যাতায়াত করে হাজার হাজার মানুষ । এনিয়ে তারা মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছেন এবং উত্তরবঙ্গ সফরে আসলে তারা মুখমন্ত্রীর দৃষ্টি আকর্ষণও করবেন বলে জানা গিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *