দ্বিচক্রযান সহ সমস্ত বেসরকারি যানবাহন বন্ধ গুয়াহাটিতে

সম্প্রতি এক সপ্তাহের বর্ধিত লকডাউনের সময়কালে রাজধানী গুয়াহাটিতে দুচাকার বাহন সহ সকল ধরনের বেসরকারী যান চলাচল নিষিদ্ধ করেছে অসম পুলিশ ।
রবিবার সন্ধ্যায় চলমান দুই সপ্তাহব্যাপী লকডাউন শেষ হওয়ার পর থেকে আরও এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার । লকডাউনটি শেষ হবে ১৯ জুলাই ৭ টায়। শনিবার রাজ্য সরকারের তরফে লকডাউন বৃদ্ধির ঘোষণা করা হয়।
রবিবার অসমের পুলিশ সদর দফতর এক বিবৃতিতে জানিয়েছে যে ১৯ জুলাই পর্যন্ত মহানগরীতে দুচাকার বাহন সহ সমস্ত প্রাইভেট যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং কোনও নাগরিককে জরুরি চিকিৎসা ব্যতীত ব্যক্তিগত যানবাহন নিয়ে বাইরে বেরোনোর ​​অনুমতি দেওয়া হবে না ।
মহানগরীতে কামরূপ (মেট্রো) জেলা অঞ্চলের বাইরে থেকে আসা যানবাহনের প্রবেশ ও নিষিদ্ধ করেছে মহানগর পুলিশ।
কোভিড কার্যক্রমের সঙ্গে জড়িত ছাড়া অন্যান্য জেলা থেকে সমস্ত পরিবহন পরিষেবা এবং মানুষের চলাচল স্থগিত থাকবে এই সাত দিন । অনুমতি ব্যতীত আন্তঃরাজ্য যাতায়াত ও স্থগিত থাকবে। তবে গুয়াহাটি থেকে ট্রেন বা বিমানে যাতায়াতের ক্ষেত্রে টিকিট দেখালে যাতায়াতের অনুমতি দেওয়া হবে।
মহানগরীতে কোভিডের গ্রাফ নিম্নমুখী করার প্রচেষ্টায় আরও এক সপ্তাহের জন্য লকডাউন বাড়িয়েছে রাজ্য সরকার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *