দেশে সংক্রমণে আক্রান্ত বেড়ে প্রায় ৮ লাখ

শুক্রবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্য়া হয়েছে ৭,৯৩,৮০২। এখনও চিকিত্‍‌সাধীন রয়েছেন ২,৭৬,৬৮৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪,৯৫,৫১২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে ১৯,১৩৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৬২.৪%। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১,৬০৪। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ২৬,৫০৬ জন। একদিনে মৃত্যু হয়েছে আরও ৪৭৫ জনের।

দেশে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে ৬৮৭৫ জন আক্রান্ত হয়েছে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,৩০,৫৯৯। করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯,৬৬৭। দ্বিতীয় স্থানেই রয়েছে তামিলনাড়ু। সেখানে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে ১,২৬,৫৮১। তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে ১,৭৬৫ জনের। করোনায় আক্রান্তের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১,০৭,০৫১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *