দেশে ফের রেকর্ড ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ধরা পড়েছে প্রায় ৭০ হাজার। একদিনে মৃত্যুও হয়েছে ৯৭৭ জনের। দেশে করোনা পজিটিভ রোগীর সংখ্যা পৌঁছে গেছে ২৮ লাখে। একদিনে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৯ হাজার ৬৫২ জন। করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যাও বেড়েছে। ৬ লাখ ৮৬ হাজারের কাছাকাছি।
করোনায় সুস্থতার হার বেড়েছে এবং মৃত্যুহার আরও কমেছে। একদিনে ৫৮ হাজার ৭৯৪ জন করোনা রোগী সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন। সেই সঙ্গেই কোভিড রিকভারি রেট বা সুস্থতার হার বেড়ে হয়েছে ৭৩.৯১%।
করোনায় মৃত্যুহার মৃত্যুহার ২ শতাংশের নিচে নেমে গেছে। আজকের হিসেবে কোভিড ডেথ রেট ১.৯০%। ভারতে করোনায় মৃত্যুহার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম। স্বাস্থ্যমন্ত্রকের বক্তব্য এর কারণ, দেশে করোনা পরীক্ষা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে।