সোমবার রেকর্ড ভেঙে প্রথমবার করোনা আক্রান্ত হলেন প্রায় ৫০ হাজার মানুষ। এই মুহূর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ পেরিয়ে গিয়েছে। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৩২ হাজার মানুষ। এর ফলে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা এই মুহূর্তে ৯ লাখ পেরিয়ে গিয়েছে। এই মুহূর্তে দেশে সুস্থতার হার প্রায় ৬৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৯ হাজার ৯৩১ জন আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩৫ হাজার ৪৫৩ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ৭০৮ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ৩২ হাজার ৭৭১ জন। ভারতে করোনায় মৃত্যুহার ২.২৮ শতাংশ। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও বাড়ছে। এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ১১৪ জন।