দেশের সুরক্ষার জন্য নরেন্দ্র মোদীর উপর ভরসা করছেন ৭৩% মানুষ

কংগ্রেস রাষ্ট্রীয় সুরক্ষা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্র সরকারকে লাগাতার বিঁধে চলছে। কিন্তু দেশের ৭৩% মানুষ এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর অটুট ভরসা করে আছেন। সি ভোটার এর সমীক্ষা অনুযায়ী, দেশের মাত্র ১৪.৪ শতাংশ মানুষই রাহুল গান্ধীর উপর ভরসা করছেন।

সমীক্ষা অনুযায়ী, দেশের ৭৩.৬ শতাংশ মানুষের বিশ্বাস যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার চীনের সাথে জারি বিবাদকে মেটাতে সক্ষম। আর মাত্র ১৬.৭ শতাংশ মানুষ এই বিবাদ নিয়ে মোদী বিরোধীদের সমর্থন করছেন। আরেকদিকে দেশের ৯.৬ শতাংশ মানুষের মতে চীনের সাথে এই বিবাদ না সরকার সমাধান করতে পারবে, আর না বিরোধীরা।

চীনকে উচিৎ জবাব দেওয়া হয়েছে কি না এই প্রশ্নের উত্তরে ৬০ শতাংশ মানুষ জানাচ্ছেন যে, চীনকে যোগ্য জবাব দেওয়া হয়নি। তাদের মতে জওয়ানদের বলিদানের বদলা এখনো নেওয়া হয়নি। আরেকদিকে, ৩৯ শতাংশ মানুষের মতে গালওয়ান উপত্যকায় ২০ জওয়ানের বলিদানের পর সরকার চীনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *