দেখা যাবে মঙ্গল গ্রহকে

মঙ্গলময় খবর, বিরল দৃশ্যের সাক্ষী থাকতে পারবে মানুষ। চলতি বছরের অক্টোবর মাসের ১৩ তারিখ, স্পষ্ট দেখা যাবে মঙ্গল গ্রহকে। মঙ্গলকে কিছুক্ষণের জন্য পৃথিবীর সবচেয়ে কাছাকাছি দেখা যাবে। মঙ্গলবার ৬ অক্টোবর, মঙ্গল গ্রহ পৃথিবীর কাছে এসেছে। ২০৩৫ সালের আগে এইরকম ঘটনা আর দেখা যাবে না।

মঙ্গল গ্রহ ওই প্রতিবেদন অনুযায়ী, একেবারে প্রকৃতির নিজ ইচ্ছায়, মঙ্গল গ্রহ অবস্থান করবে সূর্যের ঠিক বিপরীতে। এ সময়, পৃথিবী থাকবে মঙ্গল গ্রহ এবং সূর্যের মাঝখানে। তাই, চাঁদের মতনই বড় দেখাবে, মঙ্গল গ্রহকেও। সূর্যাস্তের ঠিক পরেই, পৃথিবীর আকাশে দেখা যাবে এই লাল রঙের গ্রহকে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই এটি অস্তমিত হবে। মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *