দীর্ঘ ছয় মাস পর উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কোভিড আবহে দীর্ঘ ছয় মাস পর উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উত্তরবঙ্গের কোভিড পরিস্থিতির খোঁজখবর খতিয়ে দেখতে এবং একগুচ্ছ সরকারি প্রকল্পের সূচনা করতে মুখ্যমন্ত্রীর উত্তরে আগমন ।নবান্ন সূত্রের খবর, আগামী ২১ সেপ্টেম্বর তিনি উত্তরবঙ্গে পৌঁছবেন । জানা গেছে, উত্তরবঙ্গের সমস্ত জেলাশাসকের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। বৈঠকে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গের মন্ত্রী এবং অন্যান্য প্রশাসনিক কর্তারা । ২৪ সেপ্টেম্বর কলকাতায় ফেরার কথা তাঁর ।

কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছে আগামী বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে সংগঠনের সাংগঠনিক অবস্থান কেমন তা জানতেই তৃণমূল সুপ্রীমোর এই সফর। গত লোকসভা ভোটে উত্তরবঙ্গে তৃণমূল যেভাবে বিজেপির কাছে বিশাল ব্যবধানে হেরেছে তাতে বেজায় অসন্তুষ্ট তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *