দীর্ঘ ছয়মাস পর খুলল মাটিগাড়া হাট

প্রায় ছয়মাস বন্ধ থাকার পর আজ খুলল মাটিগাড়া সাপ্তাহিক হাট ।করোনা এবং লকডাউন পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিল মাটিগাড়া সাপ্তাহিক হাট । জানা গেছে মাটিগাড়া হাটের পাশেই মাটিগাড়া কোভিড হাসপাতাল হওয়ায় আরো বেশিদিন কন্টেন্টমেন্ট জোনের অধীনে ছিল এই এলাকা । এর পাশাপাশি মাটিগাড়ায় পরপর করোনা আক্রান্তের খোঁজ মেলায় হাট খোলার ব্যাপারে কোনো ঝুঁকি নিয়ে চায়নি প্রশাসন ।

তবে বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে বাজার খোলা হল বলে এমনটাই মত স্থানীয়দের । মাটিগাড়া ও নকশালবাড়ি বাড়ি ব্লকের প্রায় কয়েকলক্ষ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই হাতের সঙ্গে যুক্ত । দীর্ঘদিন যাবত হাট বন্ধ থাকায় ব্যবসায়ীদেরও ক্ষতির বহর বাড়ছিল । এমতাবস্থায় ব্যবসায়ীদের কথা এবং আসন্ন পুজো উপলক্ষে আর্থিক পরিস্থিতিকে কিছু খতে মলম লাগানোর মতো হাট খোলার সিদ্ধান্ত প্রশাসনের । তবে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোভিড নির্দেশিকা মেনে কেনাবেচা করতে হবে সাফ জানিয়ে দিয়েছে প্রশাসন । এদিকে মাটিগাড়া সাপ্তাহিক হাট।খুলে যাওয়ায় আবার নতুন করে আশার আলো দেখছে ব্যবসায়ী মহল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *