বৃহস্পতিবার গভীর রাত্রে তেলেঙ্গানার জলবিদ্যুত্ কেন্দ্রে বিধ্বংসী আগুন লাগে। পাওয়ার হাউসের ভেতরে আগুন লাগায় আটকে পড়েছেন ৯ জন কর্মী। যুদ্ধকালীন তত্পরতায় চলছে তাঁদের উদ্ধারকাজ।
জানা গিয়েছে, তেলেঙ্গানা এবং অন্ধপ্রদেশ বর্ডারে অবস্থিত শ্রীশৈলম জলবিদ্যুত্ কেন্দ্রে। সেই সময়ে সংশ্লিষ্ট কেন্দ্রটিতে কাজ করছিলেন ১৯ জন। তাদের এখনও পর্যন্ত ১০ জন কর্মীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ভেতরে আটকে রয়েছেন ৯ জন। তাদের মধ্যে রয়েছে একজন ডিভিশন ইঞ্জিনিয়ার, চারজন অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার,দুইজন জুনিয়র প্লান্ট অ্যাটেন্ডেন্ট এবং আরো দুজন ব্যক্তি।
তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। কুর্নুলের আত্মকুর দমকল বিভাগের আধিকারিকরা যুদ্ধকালীন তত্পরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছেন। কাজ করছে বিপর্যয় মোকাবিলা দফতর।