তুরস্কের থেকে ড্রোন কিনছে পাকিস্তান

চিনের পর এবার তুরস্কের হাত ধরতে চলেছে পাকিস্তান। চিনের পর এবার তুরস্কের কাছ থেকে ড্রোন কিনছে পাকিস্তান। এস-২৫০ মিনি ইউএভি ট্রায়াল দিতে চাইছে পাকিস্তান সেনাবাহিনী। নিয়ন্ত্রণরেখা বরাবর এই ড্রোনগুলি রাখা হবে। ট্রায়াল দেওয়া হয়েছে গদর, মুজাফফরবাদ, বালোচিস্তানের তুরবাটে। ভারতের ওপর নজরদারি রাখার জন্যই মানবহীন ড্রোন সীমান্তে মোতায়েন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *