কৃষি আইনের বিরোধিতায় পথে বিক্ষোভ কর্মসূচি

কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনের বিরোধিতায় পথে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন বাম শিক্ষক সংগঠন আরকেকেএমএস । এদিন ইসলামপুরে বাস টার্মিনাসের সামনে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুজন কৃষ্ণ পাল নির্মল সরকার , ভদ্র রাম সিনহা ও ইমরুল কায়েস ও অন্যান্য নেতা-কর্মী-সমর্থকরা।

সুজন কৃষ্ণ পাল বলেন যে নতুন তিনটি আইন কেন্দ্র সরকার এনেছে তা কৃষক বিরোধী আইন রয়েছে পুঁজিপতির লাভ হবে নতুন আইন দিয়ে তাই সারা দেশের কৃষকরা এ আইনের বিরোধিতা করছে এবং লক্ষাধিক কৃষকরা দিল্লি সীমানা তে বসে অবস্থান-বিক্ষোভ লাগাতার চালিয়ে যাচ্ছেন তাই তারাও ওই আন্দোলনকে সমর্থন জানিয়ে ইসলামপুর বাস টার্মিনাল সামনে অবস্থান-বিক্ষোভ করছেন। অন্যদিকে অবস্থান বিক্ষোভে সামিল অন্যান্য নেতা-কর্মী-সমর্থকরা বলেন করোনা সংকটকালে একের পর এক কৃষক মজুর এবং বিরোধী আন্দোলন আনা হচ্ছে। এ জনসাধারণ বিরোধী আইনের বিরোধিতা করছেন এই আইন গুলি বাতিলের দাবিতে আগামীতেও তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *