তিন মাস ধরে বর্ষার জল জমে রয়েছে মালদার গান্ধী কলোনিতে।ওই জমা জল পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। এরফলে ছড়াচ্ছে মশাবাহিত বিভিন্ন ধরনের রোগ ।বাড়ছে রোগ ছড়ানোর সম্ভাবনা। এলাকার এমন পরিস্থিতি তৈরি হওয়ায় সংশ্লিষ্ট এলাকার অধিকাংশ বাসিন্দারা পুরসভার বিরুদ্ধে কোমর কষে আন্দোলনে নামার কথা জানিয়েছেন। কিন্তু বাসিন্দাদের অসন্তোষের পরেও হেলদোল নেই পুরসভা কর্তৃপক্ষের।
পুরাতন মালদা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের গান্ধীকলোনী এলাকাটি এখন কার্যত বৃষ্টি এবং ড্রেনের জমা জলে বাসিন্দারা বন্দী হয়ে রয়েছেন। দুর্গন্ধ এতটাই ছড়িয়েছে যে বাড়ি থেকে খালি নাক এ বেরোনো দায় হয়ে গেছে । তিন মাস ধরে গান্ধীকলোনী এলাকায় এই দুর্বিষহ পরিস্থিতি নিয়ে জেরবার সাধারণ মানুষ। দ্রুত সমস্যার সমাধান না হলে আন্দোলনের হুমকি দিয়েছেন ওই এলাকার একাংশ বাসিন্দারা।