তপসিলি মহিলাদের স্বনির্ভরতার পাঠ

তফসিলি জাতি এবং উপজাতি মহিলাদের স্বনির্ভর করতে সিড ভিলেজ তৈরির পরিকল্পনা নিল নিল কেন্দ্রীয় কৃষি গবেষণা এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র । ওই ব্লকের প্রায় ৮০টি গ্রামের এক হাজার মহিলাকে সিড ভিলেজ প্রকল্পের অধীনে আনার কাজ শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর। ইতিমধ্যে হবিবপুর ব্লকের কেন্দপুকুর এলাকায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলাদের নিয়ে সিড ভিলেজ তৈরীর ক্ষেত্রে একটি কর্মশালার করেছে কৃষি গবেষণা এবং কৃষিবিজ্ঞান কেন্দ্রের কর্তারা। যেখানে মহিলারা সংশ্লিষ্ট দপ্তরের সহায়তার মাধ্যমে বিভিন্ন উপকরণ পাবেন। যা থেকে নানান ধরনের সবজির বীজ তৈরি করতে পারবেন। পরবর্তীতে সেই বীজ বাজারে নায্য মূল্য বিক্রি করা হবে। যার ফলে প্রত্যন্ত গ্রামের মহিলারা স্বনির্ভর দল করে উপার্জন করতে পারবেন। এছাড়াও এই প্রকল্পের কাজে যারা যুক্ত হবেন, তাদেরকে সেই কাজ শেখানোর জন্য বিভিন্নভাবে প্রশিক্ষণ এবং সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হবে

কৃষি গবেষণা কেন্দ্রের আধিকারিক ডঃ দীপক নায়ক জানিয়েছেন, সিড ভিলেজ তৈরি করার ক্ষেত্রে ইতিমধ্যে হবিবপুর ব্লকের ৮০টি গ্রামকে দত্তক নেওয়ার পরিকল্পনা রয়েছে । তার জন্য দফায় দফায় কর্মশালা করা হচ্ছে। সেখানে আগ্রহী মহিলাদের কর্মশালার মাধ্যমে বীজ তৈরির প্রক্রিয়াকরণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কিভাবে এটি গড়ে তোলা সম্ভব, সেটাও গ্রামীণ এলাকার মহিলাদের নানান প্রশিক্ষণের মাধ্যমে শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তীতে এই কাজের জন্য যে ধরনের সামগ্রী প্রয়োজন সেটিও দেওয়া হবে।প্রয়োজনীয় সামগ্রীও দেওয়া হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *