ডেপুটেশন ঘিরে উত্তেজনা মালদায়

শিক্ষাকর্মীদের একাধিক দাবীদাওয়া নিয়ে ডেপুটেশন জমা দিতে উত্তেজনা ছড়াল মালদা জেলা প্রশাসনিক ভবনে। জানা গেছে পশ্চিমবঙ্গ শিক্ষা মঞ্চের সদস্যরা এদিন বেতন বৃদ্ধি, সমকাজে সমবেতন, স্থায়িকরণ সহ একাধিক দাবি নিয়ে তাদের ডেপুটেশন দিতে যায় জেলা শাসকের কাছে। অভিযোগ শিক্ষামঞ্চের সদস্যরা এদিন জেলা শাসকের ভবনে ঢুকতে দেয়নি পুলিশ।রাস্তায় ব্যারিকেড লাগিয়ে পুলিশ তাদের গতিপথ রোধ করে। একসময় মঞ্চের সদস্যরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে বলে পুলিশের দাবি। পরিস্থিতি সামাল দিলেন মহকুমা শাসক।

উল্লেখ্য, সমকাজে সমবেতন সহ একাধিক দাবিতে আজ জেলাশাসকের নিকট গোটা মালদা শহর জুড়ে মিছিল করে এসে ডেপুটেশন জমা দিতে আসেন জেলার চুক্তি ভিত্তিক শিক্ষক, প্রশিক্ষক এবং শিক্ষা কর্মীরা। মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে জমায়েত হন কয়েক হাজার শিক্ষা কর্মীরা। তাদের ভেতরে ঢুকতে বাধা দিলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় তাদের। যদিও পরে বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য পশ্চিমবঙ্গ শিক্ষা ঐক্য মঞ্চের ডাকে 11 ই জানুয়ারি নবান্ন অভিযান এর ডাক দেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজ প্রতি জেলায় এই সংগঠনের উদ্যোগে জেলাশাসকের মারফত মুখ্যমন্ত্রীকে কাছে দাবি-দাওয়া পত্র তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *