কলকাতা: করোনা সংক্রমণ কালে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া, বেড়েই চলেছে সব কিছুর দাম। পাল্লা দিয়ে অস্বাভাবিক ভাবে দাম বেড়েছে ডিমেরও। ডিম খেয়ে কাটানো মধ্যবিত্তরা বলছেন, ডিমও এখন আকাশছোঁয়া। হঠাৎ করে ডিমের দাম বেড়ে যাওয়ায় সমস্যায় ক্রেতারা। পোল্ট্রির ডিমের জন্য এ রাজ্য বরাবরই অন্য রাজ্যের উপর নির্ভরশীল।
এরাজ্যে ডিমের যে চাহিদা তার আশি থেকে ৮৫ শতাংশ আসে অন্ধ্রপ্রদেশ থেকে। সেই যোগান কমে যাওয়ায় ডিমের দাম বেড়েছে বলে জানাচ্ছেন পাইকারি বিক্রেতারা। ডিম এখন খুচরো বাজারে সাড়ে ছ টাকা দামে বিক্রি হচ্ছে। দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ডিমের দাম ধরাছোঁয়ার বাইরে চলে যেতে থাকায় হেঁসেল সামলাতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের।