টোটো ছিনতাইয়ের আগেই গ্রেপ্তার চার

৩৪নম্বর জাতীয় সড়কে গাড়ি ছিনতাইয়র অভিযোগে গ্রেফতার হল চার ছিনতাইকারী। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছিনতাই করার সরজাম। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গিয়েছে,ধৃতদের নাম জীত দাস,অনিমেশ মন্ডল,বিপ্লব কর্মকার,অজয় রায়। এদের মধ্যে প্রথম জনের বাড়ি মালদার ইংরজবাজরে। বাকিদের বাড়ি মালদা থানা এলাকায়। একদিকে লক ডাউন অন্যদিকে কাজ নেই। স্বাভাবিক ভাবেই জেলায় ছোট-খাটো চুরি ছিনতাইয়ের ঘটনা প্রকাশ্যে আসে। শুক্রবার রাত্রিবেলা ইংরেজবাজার থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে রথবাড়ি এলাকায় অভিযান চালায়। সেখানেই ওই চারজন সন্দেহ ভাজন অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল। পুলিশ তাদের ধাওয়া করে চারজনকে আটক করে জিঞ্জাসাবাদ করলে গাড়ি ছিনতাইয়ের জন্য জরো হয়েছিল বলে তারা জানায়।

তাদের কাছ থেকে ধারালো অস্ত্র সহ ছিনতাইয়ের বেশ কিছু সরজাম উদ্ধার হয়।
ইংরেজবাজার পুলিশ সুত্রে আরও জানা গিয়েছে, ধৃতরা জিঞ্জাসাবাদে জানায় এদিন তারা গাড়ি ছিনতাইয়র উদ্দেশ্যে জরো হয়েছিল। ধৃতদের এদিন আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *