বিশ্বের উচ্চতম রেলব্রিজ তৈরি হচ্ছে ভারতে। ভূ-পৃষ্ঠ থেকে ৩৫৯ মিটার উচ্চতায় তৈরি হচ্ছে এই সেতু। আইফেল টাওয়ারের (উচ্চতা ৩২৪ মিটার) থেকেও উঁচু এই সেতু। কাশ্মীরে সেই ব্রিজ তৈরির কাজ শেষের পথে। আগামী বছরেই সেই ব্রিজ খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। ব্রিজের নির্মানকাজ শুরু হয়েছিল ২০১৯ সালে, কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের মাধ্যমে। প্রধানমন্ত্রী উন্নয়ন যোজনার তরফে ৮০,০৬৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এই কাজটির জন্য। এই ব্রিজের মাধ্যমে কাশ্মীর উপত্যকার সঙ্গে গোটা দেশের সংযোগ স্থাপন হবে ২০২২ সালের মাধ্যমে। ব্রিজটির ফলে উপত্যকায় সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক উন্নয়ন হবে বলে আশাবাদী সরকার।