মেট্রোয় চেপে কালীঘাট থেকে দক্ষিণেশ্বর। নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পে এখন চলছে ফিনিশিং টাচ। কালীপুজোর সময়ই চালু হয়ে যেতে পারে নতুন রুট। খুব তাড়াতাড়ি মেট্রো-সফর চালু হবে কালীঘাট থেকে দক্ষিণেশ্বর। উৎসবের মরশুমে উপহার পেতে পারে কলকাতা। রেল স্টেশন থেকে সহজেই পৌঁছনো যাবে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। মন্দিরের আদলে হবে মেট্রো স্টেশন। প্রায় এক দশক আগে দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের সূচনা হয়। জমি জটের কারণে দীর্ঘ সময় লাগে এই মেট্রোরকাজশেষ হতে। ৬০০ কোটি টাকা খরচ হয় ৪ কিলোমিটার যাত্রাপথের জন্য প্রায়। কিছুদিনের মধ্যে শুরু হবে ট্রায়াল রান। কালীপুজোর সময়, এই মেট্রো প্রকল্প চালু করতে চায় রেলমন্ত্রক।