করোনাকালীন পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল নিউ জলপাইগুড়ি স্টেশনের আরপিএফ জওয়ানরা। জানা গেছে এদিন জিআরপি এবং আরপিএফ এর যৌথ উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করা হয়। শিবিরে ৬০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। সেই ৬০ ইউনিট সংগৃহিত রক্ত শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।
জিআরপি এবং আরপিএফ এর যৌথ উদ্যোগে রক্তদান শিবির এনজেপিতে
