জারি হল হুঁশিয়ারি

ভারতে আরও ভয়ংকর চেহারা নিচ্ছে করোনা। করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতবিক্ষত ভারত। চলছে মৃত্যু মিছিলও। সবমিলিয়ে ভয়াবহ পরিস্থিতি। এই অবস্থায় একাধিক রাজ্যে হাসপাতালে জীবনদায়ী গ্যাসের অক্সিজেনের জন্য দমবন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন করোনা রোগীরা। এই সংকটের দিনে কেন্দ্র কিংবা রাজ্যকে কোনওরকম গাফিলতির জন্য রেয়াত করা হবে না বলেই কার্যত হুঁশিয়ারি দিল দিল্লি হাই কোর্ট। কোনও ব্যক্তি অক্সিজেন সরবরাহে বাধা দিলে তাকে ফাঁসি দেওয়া হবে। কো ভিড পরিস্থিতিতে গাফিলতির বিরুদ্ধে এভাবেই সরব হয়ে উঠল দিল্লি হাই কোর্ট। অক্সিজেনের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *