করোনা ভ্যাকসিন কোভিশিল্ড ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়ালের জন্য নতুন নিয়োগ আপাতত বন্ধ রাখতে হবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নির্দেশ দেওয়া হল পুনের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে। এছাড়া যাঁদের শরীরে ইতোমধ্যেই এই ভ্যাকসিন পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়েছে, তাঁদের স্বাস্থ্যের দিকে আরও বেশি নজর রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
অ্যাস্ট্রাজেনেকা ফের টিকার ট্রায়াল শুরু না করা পর্যন্ত ভারতেও তা বন্ধ থাকবে বলে জানিয়েছে সেরাম। তাদের নোটিশ পাঠায় দেশের সেন্ট্রাল ড্রাগ রেগুলেটর। এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করেছিলেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা। এখনও পর্যন্ত ভারতে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে কোনওরকম সমস্যা দেখা দেয়নি বলে জানিয়েছেন তিনি।