বছর ঘুরে ফিরছে সেই বিভীষিকাময় দিনগুলি। ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে দেশের কোভিড পরিস্থিতি। এবার আরও দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর এই নিয়ে দ্বিতীয় দিন করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখের গণ্ডি টপকাল। দেশে একদিনে ১.১৫ লক্ষ মানুষ করোনা আক্রান্ত। মহারাষ্ট্রে প্রতিদিনের মতো সর্বাধিক ৫৫,৪৬৯ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি হয়েছেন ৬৩০ জনের।
অন্যদিকে, পশ্চিমবঙ্গে একদিনে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,০৫৮ জন। মারণ ভাইরাসের থাবায় ঘুম উড়েছে প্রশাসনের। এদিকে, এখনও পর্যন্ত দেশে টিকা নিয়েছেন মোট ৮ কোটি ৭০ লাখ ৭৭ হাজার ৪৭৪ জন। করোনা পরিস্থিতি নিয়ে ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।