মন্দিরের চুরির ঘটনায় দুই অভিযুক্ত চোরকে গ্রেফতার করল মালদা জেলার পুলিশ। উল্লেখ্য রবিবার মালদার ইংরেজবাজার এলাকায় এলআইসি মোড়ে একটি কালিমন্দিরে চুরি হয়। মন্দিরের পূজারী জানিয়েছেন রাতের অন্ধকারে মন্দিরের তালা ভেঙে মায়ের বিগ্রহের গয়না, টাকা চুরি করে পালিয়ে যায় চোরেরা।
পুলিশ সূত্রে জানা যায় ইংরেজবাজার শহরের এলআইসি মোড় এলাকার একটি কালী মন্দিরের গহনা এবং বেশ কিছু টাকা পাশের একটি দোকানে থাকতো। সেই দোকানের শাটার ভেঙে চোরেরা মায়ের গহনা সহ বেশ কিছু টাকা নিয়ে পালায়। পুলিশের কাছে খবর আসা মাত্রই পুলিশ অভিযানে নামে । চুরি হওয়ার 24 ঘণ্টার মধ্যেই বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ বিশেষ অভিযানে নেমে ইংরেজবাজার শহরের বুড়াবুড়ি তলা, ও কুলি পাড়া এলাকা থেকে দুই চোরকে গ্রেপ্তার করে। উদ্ধার হয় চুরি যাওয়া মায়ের গহনা এবং বেশ কিছু টাকা পয়সা। ধৃতদের নাম বিকাশ মণ্ডল বয়স 19 বছর, বাড়ি কুলি পাড়া এলাকায়। বিকি ভাস্কর বয়স 22 বছর বাড়ি বুড়াবুড়ি তলা এলাকায়।তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশকিছু রুপার গহনা ও মায়ের কপালের সোনার টিপ সঙ্গে মন্দিরের দক্ষিণা বাক্সে রাখা বেশ কিছু টাকা পয়সা। সাথে উদ্ধার হয়েছে একটি প্রিন্টার মেশিন।সোমবার অভিযুক্তদের ইংরেজবাজার থানার পুলিশ মালদা জেলা আদালতে পেশ করে।